গ্লোবাল লিডারশিপ সামিটে নির্বাচিত ছাত্রনেতা আকরাম
বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের উদীয়মান গুরুত্বপূর্ণ নেতাদের নিয়ে আয়োজিত গ্লোবাল লিডারশিপ এক্সচেঞ্জ প্রোগ্রামে যোগ দিতে বাংলাদেশের ছাত্রনেতা হাফেজ আকরাম হুসাইনকে নির্বাচন করেছে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট। এ বছর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লিয়াজোঁ কমিটির এ সদস্য সামিটে যোগ দিতে যুক্তরাষ্ট্রে যাবেন। বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ নেতাদের নিয়ে প্রতি বছর লিডারশিপ এক্সচেঞ্জ প্রোগ্রাম আয়োজন করে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট, যা আইভিএলপি নামে পরিচিত। ক্যাম্পাসে ছাত্ররাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য আকরাম হুসাইনকে নির্বাচিত করেছে স্টেট ডিপার্টমেন্ট। আকরাম ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক ছিলেন। কুরআনে হাফেজ এই ছাত্রনেতা রমজান মাসে ধানমন্ডি ঈদগাহ মসজিদে তারাবি নামাজের ইমামতি করেন।
শেয়ার করুন
Recent Posts
No posts found